বান্দরবানের রুমা উপজেলায় মাইন বিস্ফোরণে ১ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ১ জন। মঙ্গরবার (২৩ মে) সকাল ১০ টার দিকে উপজেলার ৩নং রেমাক্রি-প্রাংসা ইউনিউনের বংকু পাড়া টু ধোপানিছড়া সীমান্ত লিংক সড়ক এলাকায় পরিচ্ছন্নতার কাজ করার সময় এ মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই ওই শ্রমিক নিহত হন। এতে গুরুতর আহত হয়েছেন দুলাল (৩৫) নামে আরও এক শ্রমিক।

তাদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চনুয়া গ্রামের মদিনা পাড়ার ৪ নম্বর ওয়ার্ডে।

পুলিশ জানায়, সকালে পাহাড়ে পরিচ্ছন্নতার কাজ করছিলেন দুই শ্রমিক। এসময় মাইন বিস্ফোরণে ঘটনাস্থলেই একজন নিহত হন। এতে গুরুতর আহত হন অপরজন। আহত শ্রমিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা উদ্ধার করে দুপুর ১২টায় পাশের থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে তাকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। আর মরদেহ থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বাংলানিউজকে জানান, রুমা ও থানচির দুর্গম সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে একজন শ্রমিক নিহত ও এক শ্রমিক আহত হয়েছেন।

এর আগে বুধবার (১৭ মে) দুপুরে রুমা উপজেলার রেমাক্রি-প্রাংসা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সৌলপিপাড়ার কাছাকাছি তামলং বম পাড়ায় এক ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে জুয়েল ত্রিপুরা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হন এবং গুরুতর আহত হন আব্রাহাম ত্রিপুরা (৩১) নামে এক শ্রমিক।