দেবের ‘এমনি’ ক্যাপশনে দেওয়া পোস্টে ভালো করে তাকালেই বোঝা যাবে দেশের বাইরে কোনো বিচ ভ্যাকেশনে রয়েছেন তিনি। আর একটু খোঁজ নিয়ে জানা গেল সঙ্গে আছেন বান্ধবী রুক্মিণী মৈত্রও। ফের মালদ্বীপ পাড়ি দিয়েছেন তারা। আর বড় খবর এবার সঙ্গে রয়েছেন অভিনেত্রীর মাও। আসলে রুক্মিণীর মায়ের ৬০ বছরের জন্মদিন উপলক্ষেই এই ট্যুর।

গত কয়েকদিন ধরেই একটি-দুটি করে ছবি পোস্ট করছেন তারা। একসঙ্গে নয়, আলাদা আলাদা। যার মধ্যে একটি ছবিতে আবার পানীয়র গ্লাস হাতে মায়ের সঙ্গে ছবি তুলেছেন রুক্মিণী। এখানেও ব্যাকগ্রাউন্ডে নীল জল। আর ক্যাপশন বুঝিয়ে দিচ্ছেন মাকে সঙ্গী হিসেবে পেয়ে তিনি কতটা খুশি!

প্রথম প্রথম সম্পর্ককে ‘বন্ধুত্ব’র নাম দিলেও এখন অনেক খোলামেলা দেব-রুক্মিণী। যদিও প্রকাশ্যে প্রেম নিয়ে মন্তব্য করেননি কেউই। তবে একে-অপরের ছবিতে কমেন্ট বুঝিয়ে দেয় তারা কত কাছাকাছি। ২০২১ সালেও মালদ্বীপ ঘুরতে গিয়েছিলেন তারা। সেই সময়তেও একসঙ্গে ছবি না দিয়ে, একই সময় একই জায়গা থেকে ছবি শেয়ার করে বুঝিয়ে দিয়েছিলেন একসাথেই আছেন। এরপর তারা সেই বছরই যান আইসল্যান্ডে।

জুটি বেঁধে বেশ কয়েকটি ছবিতে অভিনয়ও করেন ‘চ্যাম্প’, ‘ককপিট’, ‘কবীর’ এর মতো ছবিতে। এরপর তাদের একসঙ্গে দেখা যেতে চলেছে রাহুল মুখোপাধ্যায়ের প্রথম ছবি ‘কিশমিশ’-এ। মনে করা হচ্ছে, ভ্যাকেশন থেকে ফিরেই নামবেন প্রচারে।

সূত্র : হিন্দুস্তান টাইমস