ফিফার নিষেধাজ্ঞায় থাকা বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈমের দুর্নীতির তদন্তে কমিটি গঠন করা হয়েছে। এক মাসের মধ্যে প্রতিবেদন দেবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়েছেন ইমরান হোসেন তুষার। আজ (সোমবার) এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আগামী তিন মাসের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তুষার এর আগে বাফুফের প্রটোকল ম্যানেজার ছিলেন।

দিন তিনেক আগে আর্থিক অনিয়মের দায়ে ফিফা থেকে নিষিদ্ধ হয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। সোহাগের শুন্য পদ তিন দিনের মধ্যে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে পূরণ করল বাফুফে।

উল্লেখ্য, নিষিদ্ধ হওয়া আবু নাইম সোহাগও প্রথমে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। বাফুফের প্রথম বেতনভুক্ত সাধারণ সম্পাদক ছিলেন দেশের সিনিয়র ক্রীড়া সাংবাদিক আল মুসাব্বির সাদী পামেল। ২০১১ সালে পামেলের মৃত্যুর পর তৎকালীন ম্যানেজার (কম্পিটিশেন) মো. আবু নাইম সোহাগকে করা হয়েছিল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। এক বছর পরই তিনি পূর্ণাঙ্গভাবে পেয়েছিলেন সাধারণ সম্পাদকের দায়িত্ব।