বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) সকাল ৭টায় এই জামাতে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মুস্ললি। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান এবং মুকাব্বির হিসেবে ছিলেন কারি মো. ইসহাক।

জামাতের আগে খুতবা ও বয়ানে ঈদুল ফিতরের তাৎপর্য তুলে ধরা হয়। এর আগে সকাল ৬টার আগে থেকেই জাতীয় মসজিদে ঈদের জামাত আদায়ে ভিড় করতে থাকেন মুসল্লিরা। সকাল সাড়ে ৬টায় মসজিদের ভিতরে মুসল্লি কানায় কানায় ভরে যায়।

ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবারও ঈদে পাঁচটি জামাত হবে। প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হয়েছে। এরপর সকাল ৮টা, সকাল ৯টা এবং সকাল ১০টায় যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ঈদ জামাত হবে। পঞ্চম জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।

বরাবরের মত এবারও রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে, সকাল সাড়ে ৮টায়।