বায়ার্ন মিউনিখকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। ফাইনালে উঠার লড়াইয়ে এখন তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে অলিয়াঞ্জ অ্যারেনায় কোয়ার্টাও ফাইনালের দ্বিতীয় লেগ ১-১ গোলে ড্র হয়েছে। প্রথম লেগে সিটি ৩-০ ব্যবধানে জিতেছিল। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে গার্দিওলার শিষ্যদের।
সেমিফাইনালের মঞ্চ প্রথম লেগেই সাজিয়ে রেখেছিল সিটি। ৩-০ গোলের জয়ের কারণে দ্বিতীয় লেগে প্রয়োজন ছিল কেবল নার্ভ শক্ত করে লিড ধরে রাখা। আর সেমিফাইনালে যেতে বায়ার্নের দরকার ছিল অসাধ্য সাধন। তবে সিটি নার্ভ ধরে রাখলেও অসাধ্য সাধন করতে পারেনি বায়ার্ন।
যদিও শুরুটা বেশ আক্রমণাত্মকই করেছিল জার্মানির দলটি। প্রথম ১০ মিনিটেই তিনবার সিটির রক্ষণে হানা দেয় তারা। ১৭তম মিনিটে দারুণ এক সুযোগও পেয়ে যান লেরয় সানে। তবে গোলরক্ষক এদেরসনকে একা পেলেও কোনাকুনি শটে বল লক্ষ্যে রাখতে পারেননি।
খানিক পরই বল নিয়ে আক্রমণে ওঠা হল্যান্ডকে পেছন থেকে ফাউল করে ফেলে দেন দায়ত উপামেকানো। সরাসরি লাল কার্ড দেখানো হয় তাঁকে। তবে হল্যান্ড অফসাইডে ছিলেন নিশ্চিত হওয়ার পর এ যাত্রায় বেঁচে যায় বায়ার্ন।
এরপর ম্যাচের ৩৫ মিনিটে হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি পায় সিটি। তবে হল্যান্ড বল মেরে দেন বারের ওপর দিয়ে। প্রথমার্ধ তাতে শেষ হয় গোলশূন্য।
দ্বিতিয়ার্ধে গোলের জন্য মরিয়া আক্রমণ চালায় বায়ার্ন। সেটাই তাদের কাল হয়ে দাঁড়ায়। পাল্টা আক্রমণে লিড নেয় সিটি। পেনাল্টি মিস করা হল্যান্ড ৫৭তম মিনিটে দারুণ এক শটে এগিয়ে দেন সিটিকে। এবারের চ্যাম্পিয়নস লিগে এটি হল্যান্ডের ১২তম গোল।
দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে পিছিয়ে পড়া বায়ানের সেমিতে যাওয়ার স্বপ্ন তাতে শেষ হয়ে যায়। তবে দলটি সান্ত¦নার গোল পায় ৮৩ মিনিটে। মানুয়েল আকাঞ্জির হ্যান্ডবলের সুবাদে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন জশুয়া কিমিখ।