বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান চতুর্থ। এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) বাতাসের মানসূচকে স্কোর ১৭০। বায়ুর এ মান অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়।

আজ বৃহস্পতিবার (৭ই মার্চ) সকালে আইকিউএয়ারের বাতাসের মান সূচকে এ তথ্য জানা গেছে।

আন্যদিকে, শীর্ষে আবস্থান করছে ভারতের কলকাতা। তালিকার শীর্ষে অবস্থান করা কলকাতার বায়ুর মানের স্কোর ১৯৪। ফলে সেখানকার বায়ু ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। সূচকে স্কোর ১৮৭ নিয়ে  দ্বীতিয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। আর স্কোর ১৮৩ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই।

ক্রমবর্ধমান বায়ুদূষণের কারণে বিশ্বের অন্যতম দূষিত অঞ্চলে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়া। আর দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।