বায়ুদূষণের তালিকায় আজ সাত নম্বরে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুর মানের স্কোর ১৬০ থাকায় ঢাকার বাতাসের মান আজও ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।
বুধবার (১৩ই মার্চ নভেম্বর) সকাল ৮টা ৩৩ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।
অন্যদিকে, শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। তালিকার শীর্ষে থাকা লাহোরের স্কোর ২৯৪। অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। এরপর স্কোর ১৯১ দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। তৃতীয় অবস্থানে থাকা ইরাকের বাগদাদের বাযুরমানের স্কোর ১৭১। অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
আর স্কোর ১৬৩ নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। স্কোর ১৬০ নিয়ে যথাক্রমে পঞ্চমে ইরানের তেহরান এবং ষষ্ঠ অবস্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
ক্রমবর্ধমান বায়ুদূষণের কারণে বিশ্বের অন্যতম দূষিত অঞ্চলে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়া। আর দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন অনুযায়ী ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।