ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে মৌসুমের প্রথম ম্যাচে জয় দিয়ে শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। টার্ফ মুর স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটি ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিক বার্নলিকে। আগের মৌসুমের দলের সেরা খেলোয়াড় আর্লিং হালান্দও শুরু করলেন জোড়া গোল দিয়ে। এই মৌসুম দিয়ে প্রিমিয়ার লীগে ফেরা বার্নলিকে হারিয়ে  ২০২৩-২৪ মৌসুমের শুভ সূচনা করলো সিটিজেনরা।

এদিন ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় সিটি। কর্নারের পর ডে ব্রুইনের ক্রসে রদ্রির হেডে বল পেয়েই লক্ষ্যভেদ করেন হালান্দ। ৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন একই ব্যক্তি। এবার গোলের উৎস সিটির আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী ফুটবলার জুলিয়ান আলভারেস।

ম্যাচের ৭৩তম মিনিটে ব্যবধান ৩-০ করেন রদ্রি। কর্নারের জটলার মধ্যে আলগা বল পেয়ে খুব কাছ থেকে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন এই স্প্যানিশ মিডফিল্ডার।