স্প্যানিশ লা লিগায় বড় জয়ে বার্সেলোনার কাছ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে রিয়াল মাদ্রিদ।  রোববার (১১ই সেপ্টেম্বর) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে মায়োর্কাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষস্থানে ফিরেছে কার্লো আনচেলত্তির দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলতে থাকে রিয়াল। কিন্তু ম্যাচের ৩৫ মিনিটে ভেদাত মিউরিকির গোলে উল্টো পিছিয়ে পরে রিয়াল মাদ্রিদ। তবে, প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ভালভার্দের গোলে সমতা নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে আর অতিথিদের পাত্তা দেয়নি রিয়াল। ৭২ মিনিটে ২-১ করেন ভিনিসিয়াস জুনিয়র, ৮৯ মিনিটে রদ্রিগো গোজ করেন ৩-১। আর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে মায়োর্কাকে আরও হতাশায় ডুবান অ্যান্তোনিও রুদিগার।

৫ ম্যাচের সব কটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে রিয়াল। সমান ম্যাচে ৪ জয় আর ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা।