আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে। ১৪টি আসনের বিপরীতে ১০টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল। আর ৪টিতে জয় পেয়েছে বিএনপি সমর্থিত নীল প্যানেল। রোববার (২৯শে মে) বিকেল সাড়ে ৪টা থেকে গণনার পর রাত ৩টার দিকে এ ফলাফল ঘোষণা করেন বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এর আগে বুধবার (২৫শে মে) সারা দেশে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়। পরে বার কাউন্সিলের এক নোটিশে বলা হয়, ২৯শে মে বিকেল সাড়ে ৪টায় বার কাউন্সিল ভবনের দ্বিতীয় তলায় ভোট গণনা এবং ফলাফল ঘোষণা করা হবে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন, দেশের সকল জেলা সদরের দেওয়ানি আদালত প্রাঙ্গণ, বাজিতপুর, ইশ্বরগঞ্জ, দুর্গাপুর, ভাঙ্গা, চিকন্দি, পটিয়া, সাতকানিয়া, বাঁশখালী, ফটিকছড়ি, সন্দ্বীপ, হাতিয়া, নবীনগর ও পাইকগাছা দেওয়ানী আদালত সমূহের প্রত্যেকটির অঙ্গনে একটি করে ভোট কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে সাতটি সাধারণ আসনের মধ্যে আওয়ামী লীগ সমর্থক সাদা প্যানেল থেকে চারজন ও বিএনপি সমর্থক নীল প্যানেল থেকে তিনজন বিজয়ী হয়েছেন। আর গ্র“প আসনে সাদা প্যানেল থেকে ছয়জন এবং নীল প্যানেল থেকে একজন বিজয়ী হন।

সাধারণ আসনে সাদা প্যানেলের সাঈদ আহমেদ রাজা সর্বোচ্চ ১৭ হাজার ৪৩৩ ভোট পেয়ে প্রথম হয়েছেন। ১৭ হাজার ৯৩ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন সাদা প্যানেলের সৈয়দ রেজাউর রহমান। ১৬ হাজার ৮৪৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন সাদা প্যানেলের মোহাম্মদ মোখলেসুর রহমান বাদল। ১৬ হাজার ৮১১ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন নীল প্যানেলের ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। ১৫ হাজার ৯৬৫ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন নীল প্যানেলের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ১৫ হাজার ২৭ ভোট পেয়ে ষষ্ঠ হয়েছেন সাদা প্যানেলের মো. রবিউল আলম বুদু। আর ১৪ হাজার ৭৯৬ ভোট পেয়ে সপ্তম হয়েছেন নীল প্যানেলের জয়নুল আবেদীন।

গ্রুপ আসনে সাদা প্যানেলের বিজয়ীরা হলেন-আব্দুল বাতেন, মো.জালাল উদ্দিন খান, এ এফ মো. রুহুল আনাম চৌধুরী, আনিছ উদ্দিন আহমেদ সহিদ, মো. একরামুল হক এবং মো. আব্দুর রহমান। এ ছাড়া নীল প্যানেল থেকে গ্রুপ আসনে বিজয়ী হয়েছেন এ এস এম বদরুল আনোয়ার।

এর আগের নির্বাচনে ২০১৮ সালের ১৪ই মে অনুষ্ঠিত নির্বাচনে ১৪টি আসনের মধ্যে ১২টি আসনে জয়ী হয়েছিলো সরকার সমর্থকদের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। অপরদিকে বিএনপি জোটের জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল পেয়েছিল মাত্র দু’টি আসন।