যেসব প্রার্থী নির্বাচনের আচরণবিধি অমান্য করবেন, তাদের ক্ষমা করা হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসির ওপর বিদেশী কোন চাপ নেই বলেও জানিয়েছেন তিনি।

বুধবার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন ইসি মো. আলমগীর।

ইসি আলমগীর বলেন, নির্বাচন নিয়ে বিদেশী কানো চাপ নেই আমাদের উপর। চাপ দেওয়ার কোন অধিকারও তাদের নেই। তারা যেটা বলছে তা হলো সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। আমাদেরও একই লক্ষ্য।

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের বিষয়ে তিনি বলেন, অনেকেই আচরণবিধি পড়েন না। কোন প্রার্থী বার বার আচরণবিধি ভঙ্গ করলে আর ক্ষমা করা হবে না।

ইসি আলমগীর বলেন, ‘ভোট যেন অবাধ ও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে পারি। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন শান্ত থাকে, ভোটাররা যেন অবাধে ভোটকেন্দ্র যেতে পারেন, প্রার্থীরা ও তার সমর্থকরা যেন নির্বাচনের প্রচার করতে পারেন এই পরিবেশ নিশ্চিত করতেই এখানে এসেছি’।

ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারবেন না-এমন কোনো খবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নেই বলেও জানান তিনি।

জেলা প্রশাসক ও জেলা জেলার রিটার্নিং অফিসার মো. শফিউর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।