শ্রীলঙ্কায় সরকার বিরোধী বিক্ষোভের মুখে নিজের বাসভবন ছেড়ে পালিয়ে গেছেন দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। আজ (শনিবার) বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়লে পুলিশের সহায়তায় তিনি নিরাপদে প্রাসাদ ত্যাগ করেন। এর আগে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভে নামেন সরকার বিরোধীরা। রাজধানী কলম্বোতে বিক্ষোভ-সমাবেশের জন্য জড়ো হন আন্দোলনকারীরা।

একপর্যায়ে প্রেসিডেন্টের কার্যালয় ঘিরে ফেলেন তারা। এসময় প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে আন্দোলনের মুখে কার্যালয় ছেড়ে পালিয়ে যান। তবে তিনি ভালো আছেন বলে জানা গেছে। বিক্ষোভ দমাতে এবং অনাকাক্সিক্ষত পরিস্থিতি সামলাতে কলম্বো ও কয়েকটি শহরে কারফিউ চলছে।