স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে রাজধানীর গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। পরে রাত ১২টার দিকে খালেদা জিয়া বাসায় পৌঁছান।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল থেকে গত ১১ই জানুয়ারি সন্ধ্যায় বাসায় ফেরেন খালেদা জিয়া। গত বছরের ২৬শে অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের তিন বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসার পরই তার শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করে।