বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী মারা গেছেন, আহত হয়েছেন আরেক শিক্ষার্থী। সোমবার বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- চুয়েট পুরকৌশল বিভাগের ২০২০ ব্যাচের ছাত্র শান্ত সাহা ও একই বিভাগের ২০২১ ব্যাচের তৌফিক হোসেন। এর মধ্যে শান্ত সাহা নরসিংদী সদরের কাজল সাহার ছেলে। তৌফিক হোসেন নোয়াখালী জেলার সুধারাম উপজেলার মোহাম্মদ দেলোয়ার হোসেনের ছেলে।

চুয়েটের ২ শিক্ষার্থীর প্রাণ গেল সড়কে

এ ঘটনায় আহত হন জাকারিয়া হিমু। তিনি পুরকৌশল বিভাগের ২০২১ ব্যাচের ছাত্র। বর্তমানে চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনায় নিহতের খবর চুয়েট ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে  ব্যাপক উত্তেজনা দেখা দেয়।

চুয়েটের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, নিহতদের মধ্যে শান্ত সাহা নরসিংদী সদরের ৪ নম্বর ওয়ার্ডের কাজল সাহার ছেলে। আর তৌফিক হোসেন নোয়াখালীর সুধারামের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ দেলোয়ার হোসেনের ছেলে।

আহত জাকারিয়া হিমু চুয়েটের ২১তম ব্যাচের শিক্ষার্থী। তার বিভাগ ও ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।