আজ থেকে ঈদের ছুটি শুরু হয়েছে। পরিবারে সাথে ঈদ উদযাপন করতে আজও ঢাকা ছাড়ছে রাজধানীবাসী। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় দেখা যায়। বাস টার্নিমালেও বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা।
ঈদুল আজহার আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস ছিল সোমবার (২৬ জুন)। তাই অনেক যাত্রী গতকাল থেকে রাজধানী ছাড়তে শুরু করে। তবে বেসরকারি প্রতিষ্ঠানসহ ব্যাংক, বিমা, শেয়ারবাজার ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর আজ শেষ কর্মদিবস হওয়ায় বিকেল থেকে টার্মিনালগুলোতে যাত্রী চাপ আরও কয়েক গুণ বেড়ে যাবে।
সকালে রাজধানীর সবচেয়ে বড় বাস টার্মিনাল গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী ঘুরে দেখা যায়, বাস কাউন্টারগুলোতে ঘরমুখো যাত্রীরা অপেক্ষা করছেন। তাদের অভিযোগ, নির্ধারিত সময়ে বাসই ছাড়ছে না। এ ছাড়া অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও করেছেন যাত্রীরা। সঙ্গে যানজট ও সকালের বৃষ্টি ঈদযাত্রায় ভোগান্তি সৃষ্টি করেছে। তবে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ সদস্যরা তৎপর রয়েছেন।
দূর-দূরান্তে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে অনেকেই ফজর নামাজ আদায় করে বাসস্ট্যান্ডের দিকে ছুটতে থাকেন। অনেককেই গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
কমলাপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে ট্রেন। তবে বিনা টিকিটে কেউ যেন ট্রেনে ভ্রমণ করতে না পারে, সেজন্য টিকিট ও এনআইডি চেক করে যাত্রীদের স্টেশনে প্রবেশ করতে দেয়া হচ্ছে।