ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-মেয়েসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছে। আজ (রোববার) দুপুরে মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী স্টারলাইন পরিবহনের সাথে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানী ঘটে।

নিহতরা হলেন- নগরকান্দা উপজেলার ধর্মদি গ্রামের মাইনুদ্দিন শেখ (৩৫),  তার মেয়ে তাবাসসুম (১০) ও শ্যালক সৌরভ মাতুব্বর (১৫)।

দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম  জানান, ভাঙ্গা থেকে গোপালগঞ্জের দিকে মোটরসাইকেলে করে ৩ আরোহী যাচ্ছিলেন। এমন সময় গোপালগঞ্জ থেকে ভাঙার দিকে স্টার লাইন পরিবহনের একটি বাস আসছিল। ঘটনাস্থলে পৌঁছলে বাস ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাকেলের তিন আরোহী নিহত হন।

তিনি আরও বলেন, পরে বিক্ষুব্ধ জনতা স্টার লাইন পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর ভাঙ্গা থেকে দমকল বাহিনীর একটি টিম গিয়ে বাসের আগুন নেভাতে সক্ষম হয়। হাইওয়ে পুলিশ এখনো ঘটনাস্থলে রয়েছে।