সাংহাইয়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। করোনা রোগীদের জন্য কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে বাড়ি ছেড়ে দিতে বললে পুলিশের সঙ্গে তাদের এ সংঘর্ষ ঘটে বলে জানিয়েছে বিবিসি।
লকডাউনের তৃতীয় সপ্তাহে প্রবেশ করল সাংহাই। বেশ কিছু বাড়ির আঙিনায় কোয়ারেন্টাইন সেন্টার স্থাপন করা হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে সাংহাইয়ে লাখো নাগরিক তাদের বাড়িতে আটকে রয়েছেন। পরীক্ষায় যাদের করোনাভাইরাস ধরা পড়ছে, তাদের কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।
এত কঠোর পদক্ষেপের পরও প্রতিদিন ২০ হাজার নতুন সংক্রমণ দেখা যাচ্ছে। কোয়ারেন্টাইন সেন্টার স্থাপনে পর্যাপ্ত স্থান খুঁজে পেতে কর্তৃপক্ষকে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে শহরটিতে এক্সিবিশন হল ও স্কুলের মতো প্রতিষ্ঠানগুলোতে কোয়ারেন্টাইন সেন্টার এবং অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে। লকডাউনে বাসিন্দাদের পর্যাপ্ত খাদ্য সরবরাহ করা হচ্ছে না, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন অভিযোগ ভেসে বেড়াচ্ছে।