আন্দোলনের নামে নৈরাজ্য করলে বিএনপিকে কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। তারা বলেছেন, পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে বিএনপি। দলটির ষড়যন্ত্রের জবাব আওয়ামী লীগ কাজের মধ্য দিয়ে দেবে বলেও জানান দলটির নেতারা। বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে তারা এসব কথা বলেন তারা।
বন্দরনগরী চট্রগ্রামের কাজীর দেউরীতে মঙ্গলবার যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
এসময় তিনি বলেন, মিথ্যাচার করা আর জনগণকে বিভ্রান্ত করা বিএনপির স্বভাব। আন্দোলনের নামে তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে।
এদিকে, সচিবালয়ে সাংবাদিকের সাথে আলাপকালে তথ্য ও স¤প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, নৈরাজ্য করতেই বিএনপি পল্টনে জনসভা করতে চায়। তাদের সেই সুযোগ দেয়া হবে না।
অন্যদিকে, নোয়াখালী শহরে পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের কোনো আপত্তি নেই। তবে নৈরাজ্য করলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
বিএনপির শাসনামলে আওয়ামী লীগের ২১ হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছিলো উলেখ করে ওবায়দুল কাদের বলেন, সরকার বিএনপির প্রতি সহনশীল বলেই তারা এখনো আন্দোলন করতে পারছে।