দেশের নির্বাচন নিয়ে বিদেশিদের ‘মাথা ঘামানো’ কখনোই ভালো চোখে দেখেনি সরকার। কিন্তু তিন মেয়াদে সরকারে থাকার পর আসন্ন নির্বাচনের আগে সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আমেরিকান পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছেন, তারা যেন বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রভাবিত করে।
সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে বৈঠকের পরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন নিজেই সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নির্বাচনে সব দল যোগ দেয়, শুধুমাত্র একটি দল যোগ দেয় না। এই পার্টি মিলিটারি দ্বারা তৈরি হয়েছে এবং তারা নির্বাচনে আসে না। আপনার (মার্কিন পররাষ্ট্রমন্ত্রী) এটা চ্যালেঞ্জ তাদের রাজনীতিতে নিয়ে আসা।’
তিনি বলেন, ‘ভোটে জিততে হবে, মানুষের কাছে যেতে হবে। এজন্য আমরা সুষ্ঠ নির্বাচন ব্যবস্থা করেছি। আমার নির্বাচন কমিশন আছে এবং তারা স্বাধীন। নির্বাচনের সময়ে তারা সবকিছু নিয়ন্ত্রণ করে। এর জবাবে ব্লিনকেন বলেছেন, এটি অত্যন্ত ভালো।’
সিলেটে নিজ শহরের উদাহরণ তুলে ধরে মন্ত্রী বলেছেন, ‘আমার শহরে আমি আওয়ামী লীগের সংসদ সদস্য কিন্তু আমার মেয়র একজন বিএনপির লোক। আমরা স্বাভাবিকভাবে একসঙ্গে কাজ করি। নির্বাচন করতে গেলে তাদের স্বাগত জানাই। আপনারা বরং তাদের নির্বাচন প্রক্রিয়ায় নিয়ে আসেন।’