ক্ষমতা টিকিয়ে রাখতে আওয়ামী লীগ বিদেশীদের কাছে ধর্না দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দলের চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আগামী সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপিকে নেতৃত্বশূণ্য করতে কাজ করছে সরকার। ঐক্যবদ্ধভাবে সকল চক্রান্ত নসাৎ করার ঘোষণা দেন তিনি।
সবশেষ রাজনৈতিক পরিস্থিতি ও দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম-স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতেই বিএনপি’র এই সংবাদ সম্মেলন। এতে বলা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচন একতরফাভাবে করার দিকে এগুচ্ছে সরকার। নির্বাচনী মাঠ শূণ্য করতে বিএনপি ও বিরোধীদলের জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ নেতাদের মামলায় সাজা দিয়ে আটক রাখার কৌশল নিয়েছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরায় দলের সাবেক এমপি ও কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবকে যাবজ্জীবন সাজা দেয়া হয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ক্ষমতা টিকিয়ে রাখতে তারাই বিদেশীদের কাছে ধর্না দিচ্ছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব।
সময় থাকতেই ক্ষমতাসীনদের পদত্যাগ করে নির্দলীয় তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বানের উদ্যোগ নেয়ার আহŸানও জানানো হয় বিএনপি’র সংবাদ সম্মেলন থেকে।