রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে আওয়ামী লীগ এখন বিএনপিকে ভাঙার খেলায় নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের কারণেই যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বিএনপি’র প্রয়াত নেতা আ স ম হান্নান শাহ এর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এই স্মরণসভা। এতে যোগ দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি নয়; গোটা জাতি আজ বিপদগ্রস্ত। উন্নয়নের কথা বলে সরকার দেশকে ঋণগ্রস্ত করে ফেলেছে। ক্ষমতাসীনদের কারণেই মার্কিন ভিসা নিষেধাজ্ঞা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুলের অভিযোগ, আগামী নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীনরা বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাজা দিয়ে কারাগারে নেয়ার পাশাপাশি নানা চক্রান্তে উঠে পড়ে লেগেছে।