বিএনপি জোটের ডাকে তিন দিনের অবরোধের প্রথম দিন কয়েক স্থানে বাসে আগুন ধরিয়ে দিয়েছে জোটের কর্মীরা। নারায়ণগঞ্জ ও কিশোরগঞ্জ পুলিশের সঙ্গে বিএনপি জোট কর্মীদের সংঘর্ষ হয়। এছাড়া চট্টগ্রাম ও গাজীপুরে বাসে আগুন দিয়েছে বিএনপি কর্মীরা।
অবরোধের শুরুতে ভোরে চট্টগ্রামের ইপিজেড এলাকায় পার্কিং করা অবস্থায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া, গাজীপুরের হাড়িনালে দুর্বৃত্তরা পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। এছাড়া, নারায়ণগঞ্জ বন্দরের মদনপুর দেওয়ানবাগ গেট এলাকায় সড়কে আগুন দিয়েছে বিএনপির সমর্থকরা।
আড়াইহাজারে গাড়ি ভাংচুর করেছে বিএনপির নেতাকর্মীরা। এসময় পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। ভৈরবে আওয়ামী লীগ-পুলিশ ও বিএনপি কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় ককটেল বিস্ফোরণে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এছাড়া, অবরোধের আগের রাতে চট্টগ্রাম ও গাজীপুরে দু’টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।