মিছিল-সমাবেশ ও অবস্থান নিয়ে রাজধানীর রাজপথে সরব আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অবরোধ ডেকে বিএনপি যাতে সহিংসতা করতে না পারে সেজন্য শান্তি ও উন্নয়ন সমাবেশ ডেকে রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও পাড়া মহল্লায় অবস্থান ও মিছিল করছে তারা। ঢাকার বাইরে বিভিন্ন জেলা-উপজেলাতেও শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। বিএনপির যেকোন ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিহত করার ঘোষণা দেন নেতারা।

বিএনপির ডাকা অবরোধে জ্বালা পোড়ও ও সিহংসতা প্রতিরোধে রাজধানীজুড়ে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল, শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন।

বুধবার সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউসহ বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান ও মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এসব সভা সমাবেশ ও মিছিলে অংশ নেয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বঙ্গবন্ধু এভিনিউয়ে কার্যালয়ের সামনে ও গুলিস্তান এলাকায় মিছিল বের করা হয়। এ সময় বিএনপির যে কোন নাশকতা প্রতিরোধের ঘোষণা দেন তারা।

ফার্মগেট, গাবতলী, মহাখালী, মিরপুরসহ বিভিন্ন জায়গায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না বলেও জানান আওয়ামী লীগের নেতারা।