জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির সংসদ সদস্য (এমপি) হারুনুর রশীদ। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় সংসদে এসে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। হারুনুর রশীদ একাদশ জাতীয় সংসদে বিএনপি দলীয় সাতজন সংসদ সদস্যের একজন ছিলেন।

পদত্যাগপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘মহাজোটের কার্যক্রমে পরিণত হয়েছে সংসদ। সংবিধান ও আইনের পরিবতন করতে হবে। পার্টি অফিসে নারকীয় হামলা করেছে। সভ্য ও গণতান্ত্রিক দেশে এমন আচরণ হতে পারে না। নিবাচন প্রহসনে পরিণত হয়েছে দেশে’।

তিনি অভিযোগ করেন, ‘কূটকৌশলের মধ্যে আওয়ামী লীগ ক্ষমতা ধরে রেখেছে। মহজোটকেও পদত্যাগের আহ্বান জানান হারুনুর রশীদ। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ সকল নেতার মুক্তির আহ্বান তিনি। সুষ্ঠু নিবাচনের জন্য নিরপেক্ষ সরকার গঠনের আহ্বান জানান তিনি।

এর আগে ১০ই ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় জনসভা থেকে তাদের পদত্যাগের ঘোষণা আসে। এর পরদিন ১১ই ডিসেম্বর জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কাছে বিএনপির সাত এমপির পদত্যাগপত্র জমা দেয়া হয়। এসময় সশরীরে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

এসময় আব্দুস সাত্তার অসুস্থ থাকায় এবং হারুনুর রশীদ বিদেশে থাকায় নিজেরা উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিতে যেতে পারেননি। তাদের পক্ষে ব্যারিস্টার রুমিন ফারহানা পদত্যাগপত্র জমা দেন। এরপর ওইদিন সশরীরে উপস্থিত থাকা ৫ এমপির পদত্যাগপত্র গৃহীত হয়। একইদিন যাচাইবাছাই শেষে আব্দুস সাত্তারের পদত্যাগপত্রও গৃহীত হয়।

অন্যদিকে, বিদেশে অবস্থান করায় স্ক্যান করা স্বাক্ষরে পদত্যাগপত্র জমা দেওয়ায় নিয়মানুযায়ী হারুন অর রশিদেরটি গৃহীত হয়নি। তাই দেশে ফিরে আজ স্পিকারের বরাবর পদত্যাপপত্র জমা দিলেন বিএনপির এই সংসদ সদস্য।