বিএনপির এক দফা খাদে পড়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল  কাদের। তিনি বলেন, বিএনপির এক দফা নয়া পল্টনের কাঁদা পানিতে আটকে গেছে। শেখ হাসিনা বেঁচে থাকতে বিএনপি কখনো ক্ষমতায় আসতে পারবে না।

আজ শুক্রবার (২৮শে জুলাই) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকার প্রবেশপথে অবস্থানের যে কর্মসূচি বিএনপি ঘোষণা করেছে তার সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি নেতাদের উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আপনাদের চলার পথও বন্ধ করে দেব। রাজনৈতিক খেলায় আওয়ামী লীগ চ্যাম্পিয়ন বলেও মন্তব্য করেন তিনি।

Q2

আগামীকাল শনিবার ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এখন নাকি আপনারা রাস্তা বন্ধ করবেন! ঢাকার প্রবেশমুখে অবস্থান নেবেন! আপনাদের চলার রাস্তাও বন্ধ করে দেব। চোখ রাঙাবেন না। আমাদের শিকড় এই মাটির অনেক গভীরে।’

তিনি বলেন, কারও চোখ রাঙানির পরোয়া বঙ্গবন্ধুকন্যা করেন না। যেদিকে তাকাই লোকে আজ লোকারণ্য। শুধু মানুষ আর মানুষ। যেদিকে তাকাই তারণ্যের মিছিল, বঙ্গপসাগরের ঢেউ। যেদিকে তাকাই কর্ণফুলীর উত্তাল তরঙ্গ। কোথায় দাঁড়াবে? আমরা ছেড়ে দেব, সংঘাত করব না। আমরা সংঘাত চাই না। আমরা সংঘাতের জন্য এই সমাবেশ করছি না। আমরা সমাবেশ করছি, ২০১৩-১৪ সালে যারা সংঘাত-সহিংসতা করেছে, মানুষকে পুড়িয়ে মেরেছে তাদের কাছ থেকে জনগণের জানমাল রক্ষার জন্য।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারেক রহমান পুলিশ-প্রশাসনকে ধমক দিচ্ছে। তিনি ফখরুলকে বলছে আন্দোলনের টাকার অভাব হবে না। তাদের অপরাজনীতির বিরুদ্ধে খেলা হবে।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশে অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা।