সরকার পতনসহ ১০ দফা দাবিতে রাজধানীসহ বিভাগীয় শহরে গণ-অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপিসহ সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলো। অন্যদিকে তাদের এই কর্মসূচির বিপরীতে সতর্ক অবস্থানে থাকার ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ। রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিশৃঙ্খলা এড়াতে ও জননিরাপত্তার স্বার্থে আজ (বুধবার) সকাল ৯টা থেকে নয়াপল্টন, কাকরাইল, বিজয়নগর, পল্টন ও মতিঝিলসহ রাজধানীর বিভিন্ন গুরত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছে অতিরিক্ত পুলিশ।

মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, শান্তিপূর্ণভাবে গণঅবস্থান কর্মসূচি পালনে বিএনপিকে অনুমতি দেওয়া হয়েছে। জানমালের নিরাপত্তার স্বার্থে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডিএমপি ও র‌্যাব সূত্রে জানা গেছে, রাজধানীকে নিরাপত্তা বলয়ের মধ্য রাখতে এবং যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও সাইবার ইউনিট কাজ করছে। নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি কড়া হচ্ছে। এ ছাড়া বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, সোয়াট টিম ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

রাজধানীতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

এদিকে নয়াপল্টনে বিএনপির অফিসের সামনে গণঅবস্থান কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই জমায়েত হচ্ছেন নেতাকর্মীরা। সকাল ১১টা থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। চলবে বিকেল ৩টা পর্যন্ত।