দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পরেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এদেশের মানুষ ভালো আছে বলে মন্তব্য করেছেন স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি এদেশের মানুষ আর বিএনপির নৈরাজ্য-অন্ধকারের দিকে ফিরে যাবে না। এদেশের জনগণকে আর অন্ধকারে ফেলা যাবে না।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শের-ই বাংলা নগরের সাবেক বাণিজ্য মেলার মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যতদিন শেখ হাসিনা থাকবে ততদিন বাংলাদেশ আলোকিত থাকবে। বিএনপির হাতে দেশ গেলে অন্ধকার হয়ে যাবে, দেশের মানুষ অন্ধকারে যাবে না। আওয়ামী লীগ সব সময় জনগণের শক্তিতে বিশ্বাস করে বলেই অন্ধকারে ফিরে যেতে চায় না।’

মন্ত্রী আরও বলেন, ‘ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে সারা বিশ্বে সংকট চলছে। বাংলাদেশে এজন্য কিছু জিনিসের দাম বাড়ছে, তারপরও শেখ হাসিনা চেষ্টা করেন নিয়ন্ত্রণ করার জন্য।’’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।