সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির পঞ্চম দফায় দেশজুড়ে ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি চলছে। দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা অন্য বিরোধী দলগুলোও এ কর্মসূচি পালন করছে। বুধবার (১৫ই নভেম্বর) ভোর ৬টায় শুরু হওয়া অবরোধ চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত। চতুর্থ ধাপের অবরোধ শেষ হয় মঙ্গলবার (১৪ই নভেম্বর) ভোর ৬টায়।
বুধবার (১৫ই নভেম্বর) তফসিল ঘোষণার পরপরই রাজধানীতে বিএনপি, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চসহ বিভিন্ন দল ও জোট বিক্ষোভ মিছিল করেছে। তফশিল প্রত্যাখ্যান করে আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা সারাদেশে হরতাল ডেকেছে গণতন্ত্র মঞ্চ। অন্যদিকে, আজ সারাদেশে অর্ধদিবস হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। তফসিল ঘোষণার পর সারাদেশে অর্ধশতাধিক গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে অজ্ঞাতরা। এ ছাড়া গাজীপুরে ট্রেনলাইনেও অগ্নিসংযোগ করা হয়েছে।
হরতাল এবং অবরোধেও ঢাকার মধ্যে সব রুটে বাস চলাচল করছে। তবে স্বাভাবিক সময়ের চেয়ে যাত্রীর সংখ্যা কিছুটা কম লক্ষ্য করা গেছে। কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, কিছুটা ভয় এবং আতঙ্কের কারণে তারা রাস্তায় বের হচ্ছেন না। চলাচল করা বাসের পাশাপাশি সড়কে চলছে প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজি এবং রিকশা।
একই সঙ্গে প্রায় সব ধরনের ছোট-বড় ব্যাবসায়িক প্রতিষ্ঠান এবং দোকানপাট খোলা আছে, ব্যবসায়ীদের কার্যক্রমও স্বাভাবিক চলছে।