আন্দোলনসহ সবক্ষেত্রে ব্যর্থ বিএনপির টপ টু বটম নেতাদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (২২শে মে) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী মৎস্যজীবী লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি একথা বলেন।

বিএনপি’র উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘আগুন সন্ত্রাসের হোতা হচ্ছে বিএনপি। গত ১৩ বছর ধরে বিভিন্ন সময় আন্দোলনের নামে দেশে আগুন সন্ত্রাস চালিয়েছে দলটি। বিএনপির দাবিতে শেখ হাসিনা পদত্যাগ করবে না। যিনি সারাবাংলা শতভাগ বিদ্যুৎতায়ন করেছে, দেশের উন্নয়ন করেছে, স্বল্পন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত করেছে, তিনি কেনো বিএনপির দাবিতে পদত্যাগ করবেন? আন্দোলনসহ সবক্ষেত্রে ব্যর্থ বিএনপির টপ টু বটম নেতাদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন সেুতমন্ত্রী।

এসময় তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে বিএনপি জলঘোলা করার চেষ্টা করছে। সময় আসলে বিএনপি ঠিকই নির্বাচনে যাবে। চিৎকার চেচামেচি করে লাভ নেই। একমাত্র নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তন সম্ভব নয়।

পরিবর্তন চাইলে নির্বাচনে আসুন। অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় সেভাবেই হবে। শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচন হবে না, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকার শুধু কমিশনকে সাহায্য করবে। যারা নির্বাচন পরিচালনা করবেন তার সরকারের অধীনে থাকবে না, কমিশনের অধীনে থাকবে। তাই ভয় পাওয়ায় কোনো কারণ নেই’।

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ মৎস্য চাষ অনেক এগিয়েছে। মাছ উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে রয়েছে।

মৎস্যজীবী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ঢাকায় বসে শুধু নেতাগিরি করলে হবে না। সারাদেশের মৎস্যচাষীদের খোঁজ নিতে হবে। যেখানে মাছের উৎপাদন হয়, সেখানে মৎস্যজীবী লীগের কাজ। ঢাকায় তাদের কোনো কাজ নেই’।