ঢাকাসহ সারাদেশে শান্তি সমাবেশের মাধ্যমে বিএনপির সহিংসতা রুখে দেয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির লক্ষ্য আগামী জাতীয় নির্বাচন বানচাল করা। কোনভাবেই তাদের ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না বলেও জানান তিনি। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ও সহযোগী সংগঠনের নেতাদের যৌথসভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।
সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদব ওবায়দুল কাদের।
সভায় তিনি বলেন, ২৮শে অক্টোবর জ্বালাও পোড়াও ও পুলিশ হত্যার মধ্য দিয়ে বিএনপি সহিংসতার পথ বেছে নিয়েছে। তাদের সহিংস কর্মকান্ডের জবাব আওয়ামী লীগ শান্তি সমাবেশের মাধ্যমে দেবে বলে জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি জোটের লক্ষ্য নির্বাচন বানচাল করা। কিন্তু সংবিধান অনুযায়ী সময়মত নির্বাচন হবে। বিএনপিকে আবারও নির্বাচনে অংশ নেয়ার আহবান জানান তিনি।