সারা দেশে সোমবার (১৮ই ডিসেম্বর) বিএনপির ঢাকা সকাল-সন্ধ্যা হরতাল একদিন পিছিয়ে মঙ্গলবার (১৯শে ডিসেম্বর) পালন করা হবে বলে জানিয়েছে দলটি। রোববার (১৭ই ডিসেম্বর) দুপুর ২টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, কুয়েতের আমিরের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় হরতালের তারিখ পরিবর্তন করা হয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত জরুরি বার্তায় বলা হয়- ‘ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবিতে আগামীকাল ১৮ ডিসেম্বর ২০২৩, সোমবার এর পরিবর্তে আগামী ১৯ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার পালিত হবে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল।’

গত শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার হরতালের ডাক দেন। রিজভী বলেন, ‘বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিসহ, বিএনপিসহ সমমনা দলগুলোর নেতা-কর্মীদের মুক্তি ও চলমান আন্দোলনের ধারাবাহিকতায় এই হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।’

এর আগে, বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদও (বীর বিক্রম) ওইদিন হরতালের ঘোষণা দেন।একই কর্মসূচির ডাক দেন গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর।

এর আগে একই দাবিতে বিএনপি ও সমমনা দলগুলো ১১ দফায় ২২ দিন অবরোধ এবং তিন দফায় চার দিন হরতাল কর্মসূচি পালন করে।

এদিকে শনিবার ৮৬ বছর বয়সে মারা যান কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ। তার মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। আগামীকাল সোমবার রাষ্ট্রীয়ভাবে এই শোক পালন করা হবে। শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। কুয়েত আমিরের মৃত্যুতে শোক পালনের ঘোষণা আসায় বিএনপি তাদের কর্মসূচি একদিন পেছাল।