দলীয় সিদ্ধান্ত অমান্য করে গাজীপুর সিটি নির্বাচনে প্রার্থী হওয়ায় ২৯ জনকে আজীবন বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার (১৬ই মে) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গাজীপুর সিটি নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যারা কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের বিরুদ্ধে বিএনপি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। ইতোমধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশ জারি করা হলেও সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এর কোনো সন্তোষজনক জবাব না দিয়ে বরং নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত রয়েছেন।

এমতাবস্থায় দলীয় গঠনতন্ত্র মোতাবেক নির্বাচনে অংশগ্রহণকারী ২৯ জন নেতৃবৃন্দকে দল থেকে আজীবন বহিস্কার করা হয়েছে।

এদিকে, দুইজন প্রার্থী নির্বাচন থেকে তাদের প্রার্থিতা প্রত্যাহার করায় দল থেকে তাদের ধন্যবাদ জানানো হয়।