এবার সরকারের বিরুদ্ধে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি। এই আন্দোলনে অংশ হিসেবে আজ বৃহস্পতিবার  থেকে সারাদেশে তিনদিনের গনসংযোগ কর্মসুচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা। এই কর্মসূচি শনিবার পর্যন্ত চলবে।

দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল বুধবার বিকেলে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করেন।

একই সাথে রোববার আবারও সকাল-সন্ধ্যা দেশব্যাপী সর্বাত্মক সড়ক, রেল ও নৌপথ অবরোধের ডাক দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী অসহযোগিতার অংশ হিসেবে সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল প্রদান স্থগিত রাখা, ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে বিরত থাকাসহ বিভিন্ন মামলায় আসামি দলের নেতাকর্মীদের আদালতে হাজিরা দেয়া থেকে বিরত থাকার আহ্বান।

নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আজ (২১শে ডিসেম্বর), শুক্রবার ও শনিবার গণসংযোগ কর্মসূচি পালন করা হবে। একই দাবিতে ২৪শে ডিসেম্বর রোববার সকাল-সন্ধ্যা অবরোধ।’