ঢাকায় গণমিছিল কর্মসূচির নামে ৩০ ডিসেম্বর বিএনপি বিশৃঙ্খলা করলে নিরাপত্তা বাহিনী ব্যবস্থা নেবে এবং মামলাও হবে বলে হুঁশিয়ার দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ (বৃহস্পতিবার) বিকেলে ঠাকুরগাঁওয়ের নতুন থানা হিসেবে ভূল্লী থানার উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি রাস্তা অরোধ করে কিছু করার চেষ্টা করেল তো মামলা হবেই। আমাদের স্পস্ট কথা তারা একটা রাজনৈতিক দল। তারা রাজনৈতিক কর্মসূচী শান্তিপূর্ণভাবে করবেন। অন্যান্য রাজনৈতিক দল যেভাবে করে। সেভাবে করলে আমাদের কোন আপত্তি নাই। কিন্তু তারা যদি ভাংচুড়, অগ্নিসংযোগ করেন, রাস্তায় ব্যারিকেট দেন তখন তো নিরাপত্তা বাহিনী বসে থাকবে না। তখন আইশৃঙ্খলা বাহিনী তাদের কাজ করবেন।
অচিরেই সীমান্তে হত্যা বন্ধ হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সাথে বাংলাদেশের চার হাজার কিলোমিটারের উপরে সীমানা। এছাড়াও মায়ানমারের সাথে রয়েছে প্রায় ২০০ কিলোমিটার সীমানা। ভারতের সাথে আমাদের সমোঝতা হয়েছে সীমান্ত হত্যা বন্ধ করার। তারা যাতে সীমান্তে লেজার আর্ম ব্যবহার না করেন। ইতিমধ্যে আমরা তাদের বলেছিলাম সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিলের কারখানা গুলো সরিয়ে ফেলতে। সেটি তারা করেছে। কিন্তু সীমান্ত হত্যা মাঝে মাঝে হচ্ছেই। আমরা ফ্ল্যাগ মিটিং করে আপত্তি কথা জানাচ্ছি। তারাও এটি রোধ করার যথাসাধ্য চেষ্টা করবেন বলে জানিয়েছেন। আশা করছি সীমান্ত হত্যা খুব শিগগিরই আরো কমে আসবে।
বাংলাবান্ধা ইমিগ্রেশন চালু করার ব্যাপারে জানতে চাইলে তিনি আরও বলেন, আমরা এটিও খুব শীঘ্রই চালু করার প্রচেষ্টা করছি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ পিপিএম, জেলা প্রশাসক মো. মাহবুবুর রাহমান, জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোহা. সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়সহ বিভিন্ন নেতৃবিন্দ।