বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দল যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে জেলে রেখেছে। তার সঠিক চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না। তিনি আজ মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তারা সাঈদীকে জেলে ঢুকিয়ে মেরে ফেলেছে। তেমনি তারা খালেদা জিয়াকেও মারতে চায়।
রোববার দ্বিতীয় দিনের মতো বগুড়া থেকে রাজশাহী অভিমুখে ‘তারুণ্যের রোডমার্চ’ কর্মসূচির উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
সরকার পতনের একদফা দাবির আন্দোলনে তৃণমূলের তরুণদের সম্পৃক্ত করতে বগুড়া থেকে নওগাঁ হয়ে রাজশাহী পর্যন্ত ‘তারুণ্যের রোডমার্চ’ শুরু করেছে বিএনপি’র তিন অঙ্গ ও সহযোগী সংগঠন। রোববার বেলা পৌনে ১২টায় বগুড়া জেলার চার রাস্তা মোড় থেকে শুরু হয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের এই রোডমার্চ।
উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র নেতারা। বলেন, তত্ত্বাবধায়ক সরকার গঠন হলেই এই আন্দোলনের সমাপ্তি হবে।
এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকার দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ ও রাষ্ট্রপরিচালনায় ব্যর্থ হয়েছে। এখন বিরোধী দল যেনো নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। মির্জা ফখরুল বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এসময় বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ জানিয়ে অবিলম্বে তাকে মুক্তি দিয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান বিএনপি মহাসচিব।
বগুড়া থেকে ১২৯ কিলোমিটার তারুণ্যের রোডমার্চে তিনটি পথসভা হবে। বিকেলে রাজশাহী গিয়ে শেষ হবে দ্বিতীয় দিনের রোডমার্চ কর্মসূচি।