স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিএনপি জঙ্গিবাদ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড ছাড়া কিছুই করতে পারে না। নির্বাচন এলে কীভাবে অগ্নিসন্ত্রাস করবে, কীভাবে দেশকে অচল করে দেবে, কীভাবে দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাবে, এসব নিয়ে ব্যস্ত থাকে। দেশের মানুষ এসব ভালো করেই জানে।’

আজ রোববার বিকেলে ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাট থানার নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। ১৫ কোটি ঢাকা ব্যয়ে ভবনটি তৈরি হয়েছে।

দেশের মানুষ আর বিএনপির অন্ধকারে ফিরে যেতে চায় না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানুষ আলোকিত বাংলাদেশ চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই ক্ষমতায় চায়। এ দেশের মানুষ ভালো করে জানে, দেশকে এগিয়ে নিতে হলে নৌকার বিকল্প নেই। আওয়ামী লীগের মূল শক্তি দেশের জনগণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। ভোলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান, কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন আল ফারুক মাহমুদ হোসাইন প্রমুখ।

এর আগে মন্ত্রী সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ ছাড়া চরফ্যাসন সদরে জ্যাকব টাওয়ার, শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক, ফ্যাশন স্কয়ার, খাসমহল জামে মসজিদ, দৃষ্টিনন্দন বাস টার্মিনাল পরিদর্শন করেন।