বিএনপি-জোট নিয়ে দলীয় অবস্থান জানাতে আগামীকাল শুক্রবার ব্রিফিং করবে খেলাফত মজলিস। শুক্রবার (১ অক্টোবর) বিকাল ৪টায় রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে দলটির শীর্ষ নেতারা এ ব্রিফিং করবেন।

বৃহস্পতিবার বিকালে মজলিসের অফিস ও প্রচার বিভাগের দায়িত্বশীল ও যুগ্ম-মহাসচিব অধ্যাপক মো. আবদুল জলিল গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, পুরানা পল্টনের কালভার্ট রোডস্থ সিগাল রেস্টুরেন্টে (লিফট-১২, হোসাইন টাওয়ার, ১১৬, নয়া পল্টন) ব্রিফিং করা হবে।

মজলিস সূত্র জানায়, শুক্রবার দুপুর ২টায় দলের কেন্দ্রীয় শুরার অধিবেশন ডাকা হয়েছে। এই অধিবেশনেই জোট ত্যাগের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে।