বিএনপি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। বারবার দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে তারা বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি ।
প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিক্ষোভ সমাবেশ করছে। কেউ অশান্তির সৃষ্টি করলে, রাস্তা বন্ধ করে জনগণকে দুর্ভোগে ফেলার চেষ্টা করলে আমরা জনগণের জানমাল রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি নেতারা অসুস্থ হলে হাসপাতালে যাবেন। এ নিয়ে কটাক্ষ নয়। তবে অসুস্থ রাজনীতি করে অসুস্থ হলে সেই অসুস্থ বিএনপিকেও হাসপাতালে নিতে হবে। তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হবে।
কাদের বলেন, নেতিবাচক, ধ্বংস, ষড়যন্ত্র ও দুর্নীতির রাজনীতি করে বিএনপি অসুস্থ হয়ে গেছে। তাদেরও হাসপাতলে যাওয়া দরকার।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী দীপু মনিসহ কেন্দ্রীয় নেতারা। এসময় তারা বলেন,আগামী নির্বাচন সুষ্ঠু হবে। বিদেশিদের কাছে ধরনা না দিয়ে নির্বাচনে অংশ নিয়ে বিএনপিকে জনমত যাচাইয়ের আহবান জানান আওয়ামী লীগের নেতারা।
এর আগে রাজধানীর মতিঝিল, খিলগাঁও ও কামরাঙ্গীরচরসহ বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল করে বঙ্গবন্ধু এভিনিউয়ে জড়ো হন। সমাবেশ থেকে বিএনপি ও জামায়াত-শিবিরবিরোধী স্লোগান দেওয়া হয়।