বিএনপি দেশকে আফগানিস্তান বানাতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ (সোমবার) রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
এসময় ওবায়দুল কাদের বলেন, বিএনপির হাতে রক্তের দাগ, তাদের হাতে ২১শে আগস্টের রক্তের দাগ, ২৬ হাজার নেতাকর্মীর রক্তের দাগ। বিএনপি এদেশে জঙ্গিবাদ কায়েম করেছে। তাদের মুখে বাংলাদেশ কিন্তু তাদের হৃদয়ে পাকিস্তান ধারণ করছে। এখনো ফখরুল সাহেব বলে পাকিস্তান আমল ভালো ছিল। এদের হাতে ক্ষমতা তুলে দিতে হবে?
তিনি বলেন, ‘তারা বাংলাদেশের স্বাধীনতা চায় না। বিএনপির সাথে তাদের দোসররা মিলে ক্ষমতায় এসে নারীদের ঘরে বন্দি করে রাখতে চায়। বাংলাদেশের নারী জাতিকে সর্বোচ্চ সম্মান এদেশে একমাত্র শেখ হাসিনাই দিয়েছে। বিএনপির ক্ষমতায় এলে নারীদের সম্মান এবং উন্নয়ন দুটোই ধ্বংস করে দিবে’।
বিএনপি যাদেরকে নিয়ে রাজনীতি করে তারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির হাতে ক্ষমতা গেলে দেশে আবারো জঙ্গিবাদের রাজত্ব কায়েম হবে। এই দেশকে আফগানিস্তান বানাতে চায় বিএনপি। তাই জঙ্গিবাদের পৃষ্ঠপোষক দলটিকে ক্ষমতায় আনা যাবে না’।
মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, সংগঠনটির সাবেক সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক। আলোচনা সভা সঞ্চালনা করেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা।