বিএনপি নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন করতে চায় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ (শুক্রবার) সন্ধ্যায় মানিকগঞ্জের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মাঠ প্রাঙ্গনে পৌর আওয়ামী লীগের ১,২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আমরা কোন উন্নয়ন বিএনপির কাছ থেকে পাইনি। আর তারা এখ মাঠে নেমেছে শেখ হাসিনাকে কিভাবে বা আওয়ামী লীগকে সরিয়ে দেওয়া যায়। সরিয়ে দেওয়ার পথ একটাই পথ সেটি হচ্ছে নির্বাচন, নির্বাচনে আসুন প্রতিদ্ব›িদ্বতা করুন যদি জনগণ ভোট দেয় ক্ষমতায় আসবেন আর যদি জনগণ ভোট না দেয় আর কোন উপায় নেই ক্ষমতায় আসার। বিএনপি নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন করতে চায়। যা কখনও সম্ভব নয়। সরকার পরিবর্তন করতে চাইলে নির্বাচনে আসতে হবে।

জাহিদ মালেক বলেন, আমরা প্রায় ৩৪ কোটি ভ্যাকসিন বাংলাদেশের মানুষকে দিয়েছি, পৃথিবীর মধ্যে এতো ভ্যাকসিন এতো অল্প সময়ে কোন দেশ দিতে পারেনি। আমাদের আশেপাশের দেশের কি অবস্থা ছিল আপনারা জানেন। ভারত আমাদের পাশের দেশ, যখন অক্সিজেনের অভাবে মানুষ কিভাবে মারা গেছে আমরা টেলিভিশনে দেখেছি কিন্তু বাংলাদেশে সেই ধরনের কোন ঘটনা ঘটেনি।

বিএনপি সরকারের শাসনামলের কথা উলে­খ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছিল তখন থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে বিএনপি। আজও তারা একই ভূমিকায় আছে। আজও তারা বিদেশে যেয়ে বাংলাদেশের বদনাম করে। পদ্মাসেতু না হয় তার জন্য তারা ষড়যন্ত্র করেছে। কিন্তু তাদের কাছ থেকে আমরা কি পেয়েছি? তাদের কাছ থেকে শুধু ষড়যন্ত্র, হত্যা, বোমা, বাংলাভাই আমরা পেয়েছি, হাজার হাজার কোটি টাকা বিদ্যুৎ খাত থেকে বিদেশে পাচার হয়েছে- এটি আমরা পেয়েছি।

পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র-সহ সভাপতি এ্যাড আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক এ্যাড আব্দুস সালাম, পৌরসভার মেয়র মো: রমজান আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলসহ অন্যান্যরা।