বিএনপি সংলাপ ও নির্বাচন চায় না, তারা সহিংসতা চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, আমরাও সংলাপের পক্ষে। তবে আমাদের সঙ্গে আলোচনার জন্য আসতে হবে। সংবিধানের বাইরে গিয়ে কোনও সংলাপ নয় বিএনপির সঙ্গে।

আজ বুধবার (পহেলা নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ দপ্তরে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আলাপ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উল্লেখযোগ্য কোনো আলাপ হয়নি।

তবে বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার সারাহ কুকও স্বীকার করে নিয়েছেন সংলাপের বিকল্প নেই। সব অংশীজনদের সঙ্গে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করার কথা বলেছেন তিনি।

যুক্তরাজ্যে অবৈধ প্রবাসীদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ মাইগ্রেন্টদের নিয়ে কথা হয়েছে। তাদের সঙ্গে এ নিয়ে একটি চুক্তির কথা আছে আমাদের সঙ্গে। চুক্তিটি শিগগিরই করা হবে।

তিনি বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা আধুনিক ট্রেনিং দিয়ে সহযোগিতা করবেন বলে তারা জানিয়েছেন।

বিএনপির বিষয়ে মন্ত্রী বলেন, বিএনপির বাসে আগুন দেওয়া পুরনো প্র্যাকটিস। ২০১৪ সালে তারা যা করছে, এখন আবার সেটাই শুরু করেছে।

বিএনপির ডাকা অবরোধ বিষয়ে আসাদুজ্জামান খান কামাল জানান, রাস্তায় গাড়ি চলছে। সবই স্বাভাবিক চলছে। এর মধ্যেও যেটুকু সহিংসতা হচ্ছে, সেটা বন্ধ করার সর্বাত্মক চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।