এনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আটক করার অভিযোগ করেছে বিএনপি। গতরাতে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় বোনের বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং। এ ঘটনায় দলটির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জানান, বিএনপি ঘোষিত কর্মসূচিকে ভয় পেয়েই শামসুজ্জামান দুদুকে আটক করা হয়েছে। অবিলম্বে তার নি:শর্ত মুক্তির  দাবি  জানানো হয়।

পরিবারের সদস্যরা বলছেন, শামসুজ্জামান ‍দুদু ও রবিনকে ডিবি অফিসে নেওয়া হয়েছে বলে তারা জানতে পেরেছেন।

তবে দুদুকে কোন মামলায় আটক করা হয়েছে, রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সে বিষয়ে গোয়েন্দা পুলিশের কোনো আনুষ্ঠানিক ভাষ্য পাওয়া যায় যায়নি।

বিএনপির ভাইস চেয়ারম্যান হওয়ার আগে দুদু দীর্ঘদিন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি ছিলেন।

এর আগে, শনিবার রাতে দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকে উত্তরা থেকে, শাহজাহান ওমরকেও গুলশানের এক বাসা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ নিয়ে বিএনপির তিনজন ভাইস চেয়ারম্যান আটক হলেন।