আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপি পালানোর পথ পাবে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার (১২ই আগস্ট) নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপি রাজপথ দখলের কথা বলে নিজেদের শক্তিশালী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।
আওয়ামী লীগ শিগগিরই রাজপথে নামবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তখন বিএনপিকে মাঠে খুঁজে পাওয়া যাবেনা। বিএনপি পরিকল্পিতভাবে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ঢাকায় বৃহস্পতিবারের জনসভায় বিএনপি নেতারা তাদের কর্মীদের রাজপথ দখলের নির্দেশ দেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রাজপথ কার পৈতৃক সম্পত্তি নয়, রাজপথ জনগণের সম্পদ, কাজেই অতীতের মতো আবারও যদি রাজপথ দখলের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় তা হলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।