সমাবেশ ঘিরে বিএনপি দেশে আবারও সন্ত্রাস শুরু করলে কঠিন জবাব দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ (শুক্রবার) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ এবার সমুচিত জবাব দেবে। আগুন সন্ত্রাস আবার ফিরে আসছে জানিয়ে বিভাগ, জেলা, উপজেলা থেকে শুরু করে পাড়া মহল্লা পর্যন্ত নেতা কর্মীদের পাহাড়ার নির্দেশ দেন ওবায়দুল কাদের।
তিনি আরও বলেন, বিএনপি কামাল হোসেন গং তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে, তত্ত্বাবধায়কের নামে জরুরি সরকার বাংলাদেশ আর ফিরে আসবে না।
এ সময় তিনি ছাত্রলীগের কর্মকাণ্ডে কিছুটা ক্ষোভ প্রকাশ করেন। মুজিব কোর্ট পরলেই নেতা হওয়া যায় না, নেতা হতে হলে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে হয়। যে ছাত্রলীগ কর্মী কথা শোনে না এমন কর্মী আমরা চাই না। ছাত্রলীগকে আরও সুশৃঙ্খল হবার নির্দেশ দেন তিনি।