বিএনপি দেশের রাষ্ট্র ধ্বংস করেছে আর আওয়ামী লীগ মেরামত করছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ক্ষমতায় নেই তাতেই খাই খাই ভাব বিএনপি’র। আজ (সোমবার) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে চায় আওয়ামী লীগ। এজন্য প্রয়োজন সুশৃঙ্খল কর্মী বাহিনী। তাছাড়া স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে না।

কাদের বলেন, দেশের সবচেয়ে বেশি সংকটের সময় সবচেয়ে বেশি দায়িত্ববোধের পরিচয় দিয়েছে শেখ হাসিনা সরকার। করোনা ও অর্থনৈতিক মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশ।

এ সময় আওয়ামী লীগের জাতীয় সম্মেলন নিয়েও কথা বলেন তিনি। সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগের এবারের সম্মেলন সাদামাটা হবে। কিন্তু উপস্থিতির সব রেকর্ড ছাড়িয়ে যাবে।

কাদের বলেন, বাংলাদেশে জোটের কোন অভাব নেই। রাম বাম প্রগতি আর প্রতিক্রিয়াশীল। সবার লক্ষ্য শেখ হাসিনাকে হটানো।