সাম্প্রতিক যুক্তরাজ্য ও নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানসহ যুক্তরাষ্ট্র সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (০৬ই অক্টোবর) বিকেল ৪টায় গণভবনে অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলন। এতে অংশ নিতে ইতোমধ্যে বিশিষ্ট সাংবাদিক আমন্ত্রণও জানানো হয়েছে।
রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া ও রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে গত ১৫ই সেপ্টেম্বর সরকারি সফরে যুক্তরাজ্যের লন্ডনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রানির শেষকৃত্যে যোগদান শেষে গত ১৯শে সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রে যান। নিউইয়র্কে অবস্থানকালে শেখ হাসিনা গত ২৩শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ দেন। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নেন তিনি। সোমবার রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।