প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচারক সংকটের কারণে মামলার জট কমানো যাচ্ছে না। প্রধান বিচারপতি বলেন, অল্প বিচারক দিয়ে ৪৩ লাখ মামলার বিচারকাজ শেষ করা চাট্টিখানি কথা নয়। মামলা নিষ্পত্তির হার ১২৫ শতাংশে উন্নীত করা গেলে কয়েক বছরের মধ্যে মামলাজট কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজের ৬ তলাবিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধান বিচারপতি এসব কথা বলেন। পরে কলেজ চত্বরে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় যোগ দেন তিনি।
হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, মামলার জট কমাতে আইনজীবী ও বিচার প্রার্থীসহ বিচার বিভাগের স্টাফদেরও সহায়তা দরকার। এত কম সংখ্যক বিচারক দিয়ে বিচার কাজ পরিচালনা করতে হচ্ছে, যা বহির্বিশ্বে আর কোথাও এমনটি নেই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর-২ আসনের সাংসদ মীর মোস্তাক আহমেদ, জেলা ও দায়রা জজ চাঁদ মো. আবদুল আলিম আল রাজী, জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, জেলা প্রশাসক হুমায়ুন কবির, অধ্যক্ষ আমানুল্লাহ হাদীসহ অনেকে।