মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে চলছে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানে। এতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (শুক্রবার) সকাল ১০টায় শুরু হওয়া সশস্ত্র বাহিনীর মনোজ্ঞ এই কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন তাঁরা।
জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত রয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বিভিন্ন বাহিনীর প্রধানসহ উধ্বর্তন কর্মকর্তারা।
এসময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্যারেড গ্রাউন্ডে বিভিন্ন বাহিনীর প্রদর্শনী দেখেন। এর আগে সেনা, নৌ ও বিমান বাহিনীর সুসজ্জিত কন্টিনজেন্ট দল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে সালাম জানান। কুচকাওয়াজ অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে অভিনন্দন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্যারেড গ্রাউন্ডে এসেই অভিবাদন মঞ্চে যান রাষ্ট্রপতি আবদুল হামিদ। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিভিআইপি গ্যালারিতে নিজের আসন গ্রহণ করেন। এসময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জাতীয় সংগীত পরিবেশন শেষে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতিকে সম্মান জানিয়ে গার্ড অব অনার প্রদান করেন। এরপর খোলা জিপে করে প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এ সময় প্যারেড গ্রাউন্ডের পাশাপাশি আকাশ থেকেও রাষ্ট্রপতিকে সালাম দেওয়া হয়। এরপর পদাতিক কুচকাওয়াজের পর শুরু হবে যান্ত্রিক বহরের বিভিন্ন প্রদর্শনী। এছাড়া যান্ত্রিক বহরের পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরা হবে।