পরিবর্তন এসেছে দেশের তৈরি পোষাক খাতের ব্যবসায়ীদের সবচেয়ে প্রভাবশালী সংগঠন বিজিএমইএ এর পরিচালনা পর্ষদে। আজ শনিবার সংগঠনটির সভাপতি এস এম মান্নান কচি হঠাৎ করেই পদত্যাগ করেন। এরপরই বিজিএমইএ বোর্ড অবশিষ্ট মেয়াদ পূর্ণ করতে খন্দকার রফিকুল ইসলামকে সভাপতি নির্বাচিত করে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক জরুরি সভায় আবদুল্লাহ হিল রাকিব এবং আসিফ আশরাফকে যথাক্রমে জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করে।
খন্দকার রফিকুল ইসলাম ডিজাইনটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।
বিজিএমইএ জানায়, ব্যক্তিগত কারণ ও অসুস্থতার কথা উল্লেখ করে পদত্যাগ করেছেন মান্নান কচি। তবে বোর্ডে পরিচালক হিসেবে কাজ করবেন তিনি। গত নির্বাচনে রফিকুল ইসলাম তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠনটির জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
এস এম মান্নান কচি ঢাকা উত্তর সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও। এ মাসের শুরুতে গণঅভ্যুত্থানে তার দল ক্ষমতাচ্যুত হয়।