বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) রদবদল করা হয়েছে। মঙ্গলবার (১৭ই জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উল্লিখিত নিয়োগ বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
জারি করা আদেশে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ডিজি পদে কমর্রত মেজর জেনারেল একেএম নামজুল হাসানকে বিজিবির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল একেএম আমিনুল হককে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদকে সেনাবাহিনীতে ফেরত নেওয়ার জন্য তাকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন খানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগের ন্যস্ত করা হয়েছে।